ওয়াই-ফাই সেভেন নিয়ে এল হুয়াওয়ে

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বিভিন্ন ধরনের ওয়াই-ফাই সেভেন অ্যাকসেস পয়েন্ট পণ্য নিয়ে এসেছে হুয়াওয়ে। বাংলাদেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সর্বাধুনিক ফিচারের এ ওয়াই-ফাই পণ্যগুলো নিরবচ্ছিন্ন এবং সর্বোচ্চমানের সংযোগ দিতে সক্ষম বলে দাবি করেছে কোম্পানিটি।  

সম্প্রতি এক অনুষ্ঠানে ছয়টি ভিন্ন ধরনের ওয়াই-ফাই পণ্য উন্মোচন করে চীনের প্রযুক্তি কোম্পানিটি। অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ভাইস প্রসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অ্যালেন লিউ, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের নেটওয়ার্ক সিটিও ও প্রিন্সিপাল অ্যার্কিটেক্ট ভিক্টর লাপিয়ান, হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন সেলসের ডিরেক্টর ম্যানফ্রেড কাই এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার ডাটা কমিউনিকেশন নেটওয়ার্ক সলিউশন বিভাগের নেটওয়ার্ক সলিউশন ডিরেক্টর মির্জা মো. আনজামুল বাশেদ (মারুফ) উপস্থিত ছিলেন। 

অ্যালেন লিউ বলেন, ‘‌সর্বাধুনিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাত এগিয়ে যাচ্ছে। হুয়াওয়ে বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্যই বাংলাদেশে আমরা ওয়াই-ফাই সেভেন নিয়ে এসেছি।’-বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন