উজ্জ্বল ডিসপ্লেসহ আসবে আইফোন-১৬ প্রো

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

শিগগিরই ১৬ সিরিজের আইফোন উন্মোচন করবে অ্যাপল। নতুন সংস্করণ বাজারে আসার আগেই এর তথ্য প্রকাশ্যে চলে এসেছে। উইবো টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটালের তথ্যানুযায়ী, আইফোন ১৫ প্রো-এর তুলনায় ১৬ প্রোর ডিসপ্লে বেশি উজ্জ্বল হবে। খবর গিজমোচায়না।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, সংস্করণটির সর্বোচ্চ উজ্জ্বলতা হবে ১ হাজার ২০০ নিটস, যা আইফোন ১৫ প্রোর ১ হাজার নিটসের চেয়ে ২০ শতাংশ বেশি। আগামী সেপ্টেম্বর নাগাদ আইফোন ১৬ প্রো বাজারে আনতে পারে অ্যাপল। 

টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল আরো জানায়, মুঠোফোনটি ১ হাজার ৬০০ নিটসের এক্সাইটেশন ব্রাইটনেস দেবে। তবে এমন তথ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কেননা আইফোন ১৪ ও ১৫ প্রো সংস্করণগুলো হাই ব্রাইটনেস মোডে (এইচবিএম) দুই হাজার নিটস পর্যন্ত উজ্জ্বলতা দেয়। তবে অ্যাপলসংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক জানিয়েছে, উচ্চ রেজল্যুশনের কনটেন্ট (ভিডিও, ছবি বা গ্র্যাফিকস) দেখানোর সময় আইফোন ১৫ প্রো ১ হাজার ৬০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা দেয়। অ্যাপল নিয়ে আগেও গুজব ছড়িয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন