দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে বাংলাদেশ

বণিক বার্তা অনলাইন

Default Image

সুপার এইটপর্বে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করছে নাজমুল হোসেন শান্তর দল। এখনও পর্যন্ত ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৯ রান।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ৬ টায়। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। এতে ১৫ মিনিট দেরিতে টস হলেও ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসেনি।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরেছেন তানজিদ হাসান তামিম। তৃতীয় বলটি স্টাম্পের ওপর ফুললেংথে করেছিলেন মিচেল স্টার্ক। সেখানে সময়মতো ব্যাট নামাতে পারেননি তানজিদ তামিম, ব্যাটের নিচের অংশে লেগে বল ঢুকেছে স্টাম্পে। তিন বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। টানা দুই ইনিংসে খেলেন ডাক।

তানজিদ তামিমের বিদায়ের পর তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আসরজুড়ে রান খরায় ভোগা শান্ত আজ শুরু থেকেই সাবলীল ছিলেন। লিটন ধীরগতির শুরু করলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে জাম্পার ওপর চড়াও হতে গিয়ে লিটন বোল্ড হওয়াতে ভাঙল সেটি। স্লগ সুইপের চেষ্টা করেছিলেন লিটন। ড্রিফট করে ভেতরের দিকে ঢোকা বলটি মিস করে গেছেন, পায়ে লেগে সেটি ঢুকেছে স্টাম্পে। ২৫ বলে ১৬ রান করেই থামলেন লিটন, শুরুর ক্ষতি পুষিয়ে দেয়া হলো না তার। 

লিটন আউট হওয়ার পর  চার নম্বরে পাঠানো হয়েছে রিশাদ হোসেনকে। ক্যারিয়ারে এর আগে কখনোই সাতের আগে ব্যাটিং করেননি তিনি। তবে এ কৌশল কাজে আসেনি। ম্যাক্সওয়েলকে জোরের ওপর খেলতে গিয়ে শর্ট থার্ডে ক্যাচ দিয়ে থেমেছেন রিশাদ। 

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।








এই বিভাগের আরও খবর

আরও পড়ুন