দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের অপেক্ষায় আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি
Default Image

পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জয় নেই আফগানিস্তানের। তবে এবার আশা জেগেছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রূপকথা লিখে চলা রশিদ খানের দলের সামনে এবার প্রোটিয়াদের হারানোর সুযোগ এসেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এশিয়ান দলটি। হয়তো এদিনই অধরা জয়ের স্বাদ পাবেন রশিদ ও তার সতীর্থরা।

 

দক্ষিণ আফ্রিকা কখনই বিশ্বকাপের সেমিফাইনালের গন্ডি পার হতে পারেনি। সেই রেকর্ডটা আশা দেখায় আফগানদের। এছাড়া গ্রুপ পর্ব ও সুপার এইট পর্বে একের পর এক চমক দেখানো আফগানরা অপরাজিত থাকা এইডেন মার্করামের দলকে হারানোর সামর্থ্য রাখে।

 

প্রোটিয়াদের সঙ্গে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলে সবগুলোতে হেরেছে আফগানিস্তান। সব লড়াই হয়েছে বিশ্বকাপে। এবার কি বিশ্বের অন্যতম সেরা দলটিকে হারাতে পারবেন রশিদ-নবিরা?

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন