কানপুরে দ্বিতীয় দিন কোনো খেলা হয়নি

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

কানপুরে ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন মাত্র ৩৫ ওভারের খেলা মাঠে গড়ানোর পর গতকাল দ্বিতীয় দিনের খেলা পুরোটাই ভাসিয়ে নিল বেরসিক বৃষ্টি। সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কানপুরের স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। 

গতকাল সকাল থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো ভারি বৃষ্টি, কখনো মেঘে ঢাকা আকাশ—এমনই চলছিল। অবশেষে বেলা আড়াইটার পর দিনের খেলার সমাপ্তি টানা হয়। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ আকাশ অনেকটা ভালো থাকবে। যদিও আনন্দিত হওয়ার সুযোগ নেই। দিনের কিছুটা সময় বৃষ্টি হতে পারে। তবে গতকালের চেয়ে আজ একটু ভালো থাকবে আকাশ। তাই কিছু খেলা হওয়ার সম্ভাবনা আছে। 

প্রথম দিন ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত রয়েছেন। আউট হয়েছেন জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) ও নাজমুল হোসেন শান্ত (৩১)।

এর আগে চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে ভারত। ১৪ টেস্টের মুখোমুখিতে ভারতের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। অর্জন বলতে মাত্র দুটি ড্র।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন