বিএনআইসির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ছবি: বিএনআইসি

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসি) ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ডিজিটাল প্লাটফর্মে এ সভার আয়োজন করা হয়। সভায় ২০২৩ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক বিউটি আক্তার, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, মো. আলমগীর হোসেন খাঁন, মনজুর মো. সাইফুল আজম, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াশিকুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, বেলায়েত হোসেন ভূঁইয়া, মোহাম্মদ সাইদ আহমেদ রাজা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন, কোম্পানির অডিটর মেসার্স রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং চাটার্ড অ্যাকাউন্টেন্টস এর পরিচালক ইশরাত জেবিন এবং এ কে এম আমিনুল হক, মো. ফিরোজুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) ও কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন