ট্যাব এস১০ প্লাসে থাকবে ডাইমেনসিটি প্রসেসর

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

শিগগিরই ট্যাব এস১০ প্লাস বাজারজাত করবে স্যামসাং। ডিভাইসটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৩০০প্লাস প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। খবর গিজমোচায়না।

গ্যালাক্সি এস টোয়েন্টিফোর এফই স্মার্টফোনের পাশাপাশি গিকবেঞ্চ প্লাটফর্মে ট্যাব সম্পর্কে এ তথ্যও পাওয়া গেছে।

ট্যাব এস সিরিজের জন্য স্যামসাং দীর্ঘদিন থেকে কোয়ালকমের উন্নত প্রসেসর ব্যবহার করে আসছে। তবে এবারই প্রথমবারের মতো গ্যালাক্সি ট্যাব এস১০ সিরিজে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। যদিও গত মাসে ট্যাবে দুই ধরনের চিপসেট ব্যবহারের তথ্য প্রকাশ হয়েছিল।

ডাইমেনসিটি ৯৩০০প্লাস একটি অক্টা-কোর চিপসেট। এতে ৩.২৫ গিগাহার্টজ গতির একটি করটেক্স এক্স ফোর কোর, ২.৮৫ গিগাহার্টজের তিনটি করটেক্স এক্স ফোর এবং ২ গিগাহার্টজের চারটি করটেক্স এ৭২০ কোর রয়েছে। 

গ্রাফিকস প্রসেসিংয়ের জন্য রয়েছে মালি জি৭২০ ইমমোরটালিস এমপিটুয়েলভ জিপিইউ। ট্যাবটিতে ১২গিগাবাইট রÅvম এবং অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১৪ থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন