ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। এতে তিন শিশুসহ কমপক্ষে ৬১ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

চেরনিহিভের মেয়র ও কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আট তলা ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যদি পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেত তবে রাশিয়া এই হামলাটি করতে পারত না। এ সময় তিনি আরো সহায়তা দেয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন করেন।

কিয়েভের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলায় পাঁচটি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েক ডজন গাড়ি এবং একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চেরনিহিভ রাশিয়ান সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত। ২০২২ রাশিয়ার আক্রমণের শুরুতে চেরনিহিভ অঞ্চলের কিছু অংশ কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছিল রাশিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন