ইসরায়েলে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ, ১৪ সেনা আহত

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার (১৮ এপ্রিল) এ হামলা চালানো হয়। হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলে লেবাননের হিজবুল্লাহ বুধবার জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ।এ হামলায় ১৪ সৈন্য 

এর আগে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডারসহ তিনজন নিহত হন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ এবং ইসরায়েলের এ লড়াইয়ে এখন পর্যন্ত ২৪০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং ৬৮ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৩৭০ জন লেবানিজ নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন