ফেব্রুয়ারিতে পেরুতে তামা উত্তোলন ১২.৭% বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

বৈশ্বিক তামা উত্তোলনে দ্বিতীয় শীর্ষ দেশ পেরু। গত ফেব্রুয়ারিতে সেখানে ধাতুটির উত্তোলন ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ লাখ ১৬ হাজার ৭৫২ টনে উন্নীত হয়েছে। পেরুর জ্বালানি ও খনি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

পেরুর অর্থনীতির বড় চালিকাশক্তি খনিজ সম্পদ উত্তোলন। ফেব্রুয়ারিতে দেশটির অর্থনীতিতে ২ দশমিক ৮৫ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। এতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে তামাসহ অন্যান্য ধাতু উত্তোলন।

ফেব্রুয়ারিতে তামা উত্তোলন প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা ছিল গ্লেংকোরের আনটাপাসি খনির। এ খনি থেকে উত্তোলন প্রায় ২১৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এছাড়া অ্যাংলো আমেরিকানের কুইলাভেকো খনি থেকে উত্তোলন ৪০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সাউদার্ন কপারের উত্তোলন বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ। 

চলতি বছরের প্রথম দুই মাসে পেরুতে ৪ লাখ ২২ হাজার ১২৭ টন তামা উত্তোলন হয়, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২৩ সালে পেরু কঙ্গো প্রজাতন্ত্রকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ তামা উত্তোলক দেশে পরিণত হয়। 

দেশটির খনি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, চলতি বছর সেখানে তামা উত্তোলন ৩০ লাখ টনে উন্নীত হবে, গত বছর যা ছিল ২৭ লাখ ৬০ হাজার টন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন