আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি ২৩৮৫ ডলারে স্বর্ণের দাম

বণিক বার্তা ডেস্ক

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বাজারে গতকাল আরো এক দফা বেড়েছে স্বর্ণের দাম। ধাতুটির বাজারদর রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে। এর আগে গত শুক্রবার স্বর্ণের দাম বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাজার ‍পর্যবেক্ষকরা জানান, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনায় চলতি বছরের শুরু থেকেই আকাশচুম্বী হয়ে ওঠে স্বর্ণের দাম। নতুন করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ধাতুটির বাজারকে আরো ঊর্ধ্বমুখী করে তুলেছে। রাজনৈতিক অস্থিরতায় বিশ্ব অর্থনীতিতে ক্রমাগত বাড়ছে ঝুঁকি। এমন বাস্তবতায় নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বাড়ছে স্বর্ণের চাহিদা।

বাজারের তথ্য বলছে, গত শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তখন প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ২ হাজার ৪৩১ ডলার ২৫ সেন্টে। গতকাল দিনের শুরুতে প্রতি আউন্স লেনদেন হয়েছে ২ হাজার ৩৮৫ ডলার ৩৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) প্রতি আউন্সের মূল্য আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৪০১ ডলার ৯০ সেন্টে দাঁড়ায়।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় সম্প্রতি স্বর্ণের দাম বেড়েছে। তবে ধাতুটির বাজারদর এর অনেক আগ থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় বিপুল পরিমাণে স্বর্ণ কেনার প্রবণতা ও সুদহার কমার আশায় ধাতুটির বাজারে ঊর্ধ্বমুখী ধারা তৈরি হয়। সিটি গ্রুপের প্রাক্কলন অনুযায়ী, ৬-১৮ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ডলারে উঠতে পারে।’

যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি গত মার্চে প্রত্যাশার চেয়েও বেড়েছে। ফলে গতকাল স্বর্ণের দাম কমার কথা থাকলেও উল্টো ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে সুদহার কমানোর বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। এক মাস আগেও এ বছর তিন দফায় সুদহার কমানোর সম্ভাবনা দেখছিলেন বিশ্লেষকরা। এখন তা দুই-চতুর্থাংশের নিচে নামিয়ে আনা হয়েছে।

বাজার বিশ্লেষক কার্লো আলবার্টো দে কাসা বলেন, ‘এশিয়ার দেশগুলোয় স্বর্ণের চাহিদা বাড়ছে। বিশেষ করে চীনে চাহিদা বৃদ্ধির হার অনেক বেশি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলোয়ও ধাতুটির ব্যাপক চাহিদা লক্ষ করা যাচ্ছে। বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি যেমন রয়েছে, তেমনি বিশ্বজুড়ে সুদহার কমানোর সম্ভাবনাও বাড়ছে। এসব কারণেই মূলত স্বর্ণের দাম বেড়ে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।’

যুদ্ধ ও যেকোনো ধরনের সংকটসহ অর্থনৈতিক বিপর্যয়ের সময় স্বর্ণকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত ও অস্থিরতা ধাতুটির চাহিদা বাড়াচ্ছে। এতে রসদ জোগাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়প্রবণতাও। গত বছরের অক্টোবরের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ধাতুটির চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন