হিলির বাজারে কেজিতে আলুর দাম বেড়েছে ১০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দিনাজপুরের হিলিতে বেড়েই চলেছে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যটির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ কম এবং পাইকারিতে দাম বাড়ায় খুচরা পর্যায়ে আলুর দামে প্রভাব পড়েছে।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে আমদানীকৃত আলুর সরবরাহ নেই। তবে প্রায় প্রতি দোকানেই রয়েছে দেশীয় কাটিনাল ও গুটি জাতের আলু।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে কাটিনাল আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি দরে। ঈদের আগে তা বিক্রি হয়েছে ৩৫ টাকায়। গুটি জাতের আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, যা আগে ছিল ৪০ টাকা।

হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘‌বর্তমানে কৃষকের ঘরে তেমন আলু নেই। অধিকাংশ কৃষক কোল্ড স্টোরেজে রেখেছেন অথবা বিক্রি করে দিয়েছেন। বেশ কিছুদিন ধরে দেশীয় আলুর দাম ঊর্ধ্বমুখী। মূলত পাইকারিতে বাড়তি দামে কিনতে হওয়ায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘‌ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ (গতকাল) আমদানি-রফতানি ফের শুরু হয়েছে। তবে ভারতের বাজারেই আলুর দাম ঈদের আগের তুলনায় এখন খানিকটা বাড়তি। এর প্রভাব পড়েছে আমাদের স্থানীয় বাজারে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘‌নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে কেউ অহেতুক কোনো পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য আমরা তৎপর।’

প্রসঙ্গত, সরবরাহ কমের অজুহাতে দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠলে গত বছরের ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ১৫ ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করে সরকার। পরে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় ১৫ ডিসেম্বর থেকে আলু আমদানি বন্ধ ছিল। আবারো দেশে আলুর বাজার ঊর্ধ্বমুখী হলে ১ ফেব্রুয়ারি আলু আমদানির অনুমতি দেয় সরকার। ৩ ফেব্রুয়ারি বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেন আমদানিকারকরা। কিন্তু আলু আমদানি করে লোকসান হওয়ায় মাত্র চারদিন আমদানি হওয়ার পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ হয়ে যায়। ১৫ মার্চ পর্যন্ত আলু আমদানির অনুমতির মেয়াদ থাকলেও পরে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করে সরকার। আবারো সে সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে আলু আমদানি অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন