‘অসম্মতির মানচিত্র’ ও ‘অন্তর্বর্তী’ আলাপ

নভেরা প্রতিবেদক

অন্তর্বর্তী প্রদর্শনীতে শিল্পী ঢালী আল মামুন ও কিউরেটর সরকার প্রতীক ছবি: ফেসবুক

দীর্ঘদিন ধরে ঔপনিবেশিক ইতিহাস নিয়ে কাজ করছেন শিল্পী ঢালী আল মামুন। ঔপনিবেশিক উত্তরাধিকারের ভার আমাদের চিন্তাকাঠামোকে নিয়ন্ত্রণ এবং সত্তার ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে। একই সঙ্গে সৃজন প্রক্রিয়া ও শিল্পভাষাকে নিয়ন্ত্রণ এবং প্রাসঙ্গিকতাহীন মানদণ্ডের ওপর নির্ভরশীল করে তোলে। এ বিষয়গুলো ঢালী আল মামুন তার প্রদর্শনীতে মানচিত্র, ড্রয়িং, পেইন্টিং, অ্যানিমেশনসহ আরো নানা নিরীক্ষাধর্মী উপায়ে উপস্থাপন করেছেন। অসম্মতির মানচিত্র নামে বেঙ্গল শিল্পালয়ে চলছে এ শিল্পীর কাজের একক প্রদর্শনী। তার কাজে হদিস পাওয়া যায় পরিশ্রমী নিরীক্ষা, বিষয়বস্তু নিয়ে মনোযোগী অবস্থান, পরম্পরা ও ইতিহাসের সঙ্গে সাযুজ্যপূর্ণ উপাদানের উপস্থিতি। ড্রয়িং, পেইন্টিং, কাইনেটিক স্কাল্পচার (গতিমান ভাস্কর্য) এবং ইনস্টলেশনের মাধ্যমে তিনি জ্ঞান, ইতিহাস ও আত্মপরিচয়ের গতিপ্রকৃতি অনুসন্ধান করেছেন এ কাজের মাধ্যমে। ২৭ জানুয়ারি শুরু হওয়া এ আয়োজন চলবে ২৬ মার্চ পর্যন্ত। শিল্পী ঢালী আল মামুনের ভাষ্য, ইতিহাসের পুনঃপাঠ এবং এতকাল যে ভাষায় শিল্পশিক্ষা লাভ ও চর্চা করে এসেছি, তাকে প্রশ্নবিদ্ধ করা আমার লক্ষ্য। পুরনো ভাষাকে পুনরায় পাঠ করে নতুন বাস্তবতায় সেটিকে কী করে রূপান্তর করা যায়, সে চেষ্টা করেছি। 

পাঠশালার ২৪ বছর পূর্তি উপলক্ষে পান্থপথের দৃকপাঠে চলছে ১২ জন আলোকচিত্রীর কাজ নিয়ে ‘অন্তর্বর্তী’ শীর্ষক প্রদর্শনী। আলোকচিত্রবিষয়ক স্কুল পাঠশালা তার দীর্ঘযাত্রায় অনেক ঘটনার সাক্ষী হয়েছে বহুবার। কভিড-১৯-এর অভিঘাতে যখন দুয়ার পেরোনোই মানা তখন আলোকচিত্রীরা ঘরবন্দি থেকেই নির্মাণ করে গেছেন আপন শিল্পকর্ম। অনেকে বাইরে বেরিয়েছেন অকপটে আবার কেউ কেউ ক্যামেরা ব্যবহার না করে ভিন্ন মাধ্যমে অস্থির সময়গুলোকে ধারণ করেছেন তাদের কন্ট্রাক্টশিটে। অন্তর্বর্তীর মতো এমন প্রদর্শনীতে তাই গুরুত্ব পেয়েছে ‘সময়’। প্রদর্শনীর কিউরেশন করেছেন আলোকচিত্রী ও ভিজুয়াল আর্টিস্ট সরকার প্রতীক। এখানে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন তসলিমা আখতার, তানজিম ওয়াহাব, সালমা আবেদিন পৃথ্বী, সামসুল আলম হেলাল, বাবা বেতার (আরফান আহমেদ), শুভ্র কান্তি দাশ, হাবিবা নওরোজ, দেবাশীষ চক্রবর্তী, শৌণক দাশ, মো. ফজলে রাব্বি ফটিক, সাব্বির আহাম্মদ ও মুশফিক মাহাবুব তূর্য্য। গত ২৮ জানুয়ারি শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন