আজ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

বণিক বার্তা অনলাইন

ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস আজ। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। ১৭৭৭ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় ৪ জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ১৭৭৬ সালের ২ জুলাই ভোট দেয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু ব্রিটেনের সঙ্গে পৃথক হতে ২ আগস্ট চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠিত হলেও ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য ২৫ হাজার আমেরিকান এবং ২৭ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা জীবন দেন। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। 

স্বাধীনতা দিবসের উৎসব কেন্দ্র করে প্রতিবছর দেশটিতে কুচকাওয়াজ এবং কনসার্টের আয়োজন করা হয়। অন্যতম আকর্ষণ হিসেবে থাকে চোখ ধাঁধানো আতশবাজি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন