মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াল নিউজিল্যান্ড

বণিক বার্তা ডেস্ক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধি করল নিউজিল্যান্ড। দেশটির কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড সুদের হার তিন-চতুর্থাংশ পয়েন্ট বাড়িয়ে দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে। রেকর্ড পরিমাণ বৃদ্ধির মাধ্যমে দেশটিতে সুদের হার ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উন্নীত হয়েছে। খবর এপি।

১৯৯৯ সালে অফিশিয়াল ক্যাশ রেট প্রবর্তন করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ওই সময়ের পর এবারই প্রথমবারের মতো সুদের হার অর্ধ পয়েন্টের বেশি বাড়াল ব্যাংকটি। একই সঙ্গে বৃদ্ধি পাওয়া নতুন সুদের হারটি ২০০৯ সালের পর সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যাড্রিয়ান ওর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির সম্মতি অনুযায়ী সুদের হার বৃদ্ধি করা হয়েছে। তবে হারটি আগের তুলনায় দ্রুতগতিতে বেড়েছে। মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যে রাখার জন্যই এটি করা হয়েছে।

শুধু নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক নয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভসহ বিশ্বের অন্য কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে। ফেডারেল রিজার্ভ তার স্বল্পমেয়াদি সুদের হার দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে শতাংশ করেছে।

গভর্নর গ্রাহকদের উদ্দেশে বলেন, আপনারা ব্যয় সংকোচন করা নিয়ে চিন্তা করুন। ব্যয়ের চেয়ে সঞ্চয় করার কথা বেশি ভাবুন। আমার মনে হয় এটি একটি অদ্ভুত ধারণা। তবুও আপনারা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করুন।

প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বেঞ্চমার্ক সুদের হার আশঙ্কার চেয়েও আগ্রাসীভাবে সংশোধন করেছে। আগামী বছর এটি দশমিক শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার রয়েছে দশমিক শতাংশে। যেখানে কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্য ছিল থেকে শতাংশ। পাশাপাশি বর্তমানে দেশটিতে বেকারত্বের হার দশমিক শতাংশ।

এক পূর্বাভাসে বলা হয়, আগামী বছর বেকারত্ব আরো বাড়বে। পাশাপাশি দেশটির অর্থনীতিতে মন্দার প্রভাব পড়বে বলে আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নিউজিল্যান্ডে ডলারের বিনিময় হার বেড়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গভর্নর অ্যাড্রিয়ান ওর বলেন, কোর ভোক্তা মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী। পাশাপাশি দেশের কর্মসংস্থান পরিস্থিতি লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে। স্বল্পমেয়াদি মূল্যস্ফীতির প্রত্যাশাও বেড়েছে। ফলে সামগ্রিকভাবে দেশে উচ্চতর মূল্যস্ফীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার মুদ্রানীতি কমিটি সুদের হার সম্পূর্ণভাবে শতাংশ বাড়ানোর কথা বিবেচনা করেছিল। তবে সেটা দশমিক ৭৫ শতাংশে নামিয়ে আনা হয়।

তিনি আরো বলেন, মূল্যস্ফীতি কারো বন্ধু নয় এবং এটি নিম্নমুখী করার জন্য ছোট আকারের একটি মন্দার প্রয়োজন হতে পারে। একই সঙ্গে দেশকে মূল্যস্ফীতির হাত থেকে রক্ষা করতে সবারই ব্যয়ের পরিমাণ সংকুচিত করতে হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন