কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই: শিক্ষামন্ত্রী

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি| ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে অবিশ্বাস্য রকমের উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য আমরা কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, যাতে করে শিক্ষার্থীরা বেকারত্ব ঘুঁচিয়ে সুনাগরিক ও বিশ্ব নাগরিক হতে পারে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন কালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার আছে বলেই দেশের এত উন্নয়ন সম্ভব হচ্ছে। আমাদের যত অর্জন দেখি- ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা স্বপ্নের সোনার বাংলায় পৌঁছে যাবো।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন কালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোনা সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে সন্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান।প্রধান বক্তা ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

সম্মেলনে বিশেষ অতিথি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য রেমন্ড আরেং, অধ্যাপক অপু উকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ জাতীয় সংগীত শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন