লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে মেম্বার প্রার্থীসহ আটক ৮

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি : বণিক বার্তা

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে দুই মেম্বার প্রার্থীসহ ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। রোববার (২৮ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃত দুই মেম্বার প্রার্থী হলেন, নুর নবী ও শাহজাহান। তাদের দুইজনকে পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনস চন্দ্র।  এছাড়া একই কেন্দ্র থেকে এজেন্ট গিয়াস উদ্দিন, মো. দিদার ও রোকেয়া বেগম নামে এক নারীকে আটক করা হয়।

এর আগে হোসেনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।  রামগতি সহকারী কমিশনার (ভূমি) মনস চন্দ্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘ ১৩ বছর পর লক্ষ্মীপুরের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন