আগামী ১২ ঘণ্টায় ঘনীভূত হতে পারে জাওয়াদ, সাগরে সতর্কতা

বণিক বার্তা অনলাইন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপটি। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসমূহে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে ১ নম্বর দূরবর্তী সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বণিক বার্তাকে বলেন, আজকের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় জাওয়াদে এ পরিণত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বাদে বরিশাল, খুলনা সুন্দরবন, সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকাসমূহে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরো বলেন, আগামীকাল থেকে দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিনদিন দেশে বৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত আমরা শুধু সাগরে ১ নম্বর দূরবর্তী সংকেত দিয়েছি। নদীতে কোনো সংকেত নেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামীকাল শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি গভীর নিম্নচাপটি অন্ধ্র প্রদেশের উত্তর এবং উড়িষ্যার উপকূলে পৌঁছাতে পারে। পরবর্তীতে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নিতে পারে। 

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বিশাখাপাটনাম থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে সৃষ্টি হয় নিম্নচাপটি। এখন এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

খবরে বলা হয়েছে, আজ শুক্রবার সকালে নিম্নচাপটি ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের সংলগ্ন দক্ষিণপশ্চিমে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। পরবর্তী ১২ ঘণ্টায় এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার উপকূলে পৌঁছানোর সময় তীব্র ঝড়ের গতিবেগ নিয়ে আসতে পারে। এর প্রভাবে উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ভারী থেকে তীব্র ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন