আরো ৭১ লাখ ফাইজারের টিকা পাওয়ার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আরও ৭১ লাখ ডোজ ফাইজার পাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য ও  পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, আমরা কোভ্যাক্স থেকে টিকা পাচ্ছি। এর মধ্যে বিভিন্ন টিকা পেয়েছি। ফাইজারের ৬০ লাখ ডোজের মাধ্যে ইতোমধ্যে ১০ লাখ বাংলাদেশকে দেওয়া হয়েছে। আমরা ৬০ লাখের বাইরে ফাইজারের আরো ৭১ লাখ ডোজ টিকা পাব, এমন আশ্বাস পেয়েছি। 

স্বাস্থ্য অধিদফতরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত সারাদেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন। অন্যদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহীতা ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এছাড়া বুধবার পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন