ফোর্বস ম্যাগাজিনের তালিকায় ৯ বাংলাদেশি

বণিক বার্তা অনলাইন

প্রথমবারের তো বাংলাদেশের নয় তরুণ বিখ্যাত মার্কিন ম্যাগাজিন “ফোর্বস” এর তালিকায় উঠে এসেছেআজ মঙ্গলবার এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারী সেরা ৩০ জনের এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন।

২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত অসামান্য অবদান ও কাজের জন্য এই তালিকায় স্থান পেয়েছে বলে জানিয়েছে ফোর্বস। এবারের তালিকায় থাকা বাংলাদেশিরা প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, খুচরা ও অনলাইন ভিত্তিক বাণিজ্যে অবদান রেখেছেন। তালিকার দুজন মেয়ে, বাকি সাতজন ছেলে।

ফোর্বস এর তালিকায় থাকা নয় বাংলাদেশি হলেন, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সভিত্তিক উদ্যোগ গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস ও মোহাসিম বীর রহমান। স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের প্রতিষ্ঠাতা মী সাকিব।

কুয়ালালামপুর ভিত্তিক এনজিও অ্যাওয়ারনেস ৩৬০ এর প্রতিষ্ঠাতা শোমী হাসান চৌধুরী এবং রিজভি আরেফিন। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি, হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা রিজভানা হৃদিতা ও মো. জাহিন রোহান রাজীন এবং পিকাবোর সহ-প্রতিষ্ঠাতা মোরিন তালুকদার। 

গতবছর ফোর্বস এর এই তালিকায় বাংলাদেশ থেকে ছিলেন রাবা খান ও ইশরাত করিম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন