অমর একুশে বইমেলা ১৮ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আগামী ১৮ মার্চ শুরু হবে বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে।

করোনা মহামারীর কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে তিনটি সম্ভাব্য তারিখ সময়সীমা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সম্প্রতি সারসংক্ষেপ প্রেরণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আগামী ১৮ মার্চ বইমেলা শুরু করার ব্যাপারে অনুমোদন দেন।

অন্যদিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী এবার ১০টি বিভাগে মোট ১০ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

অমর একুশে বইমেলা ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন