আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনা

পিইসি ও জেএসসি পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থায়ীভাবে বাদ দেয়ার সুপারিশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরাসউদ্দিন। গতকাল আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে সুপারিশ করেন মোহাম্মদ ফরাসউদ্দিন।

অনুষ্ঠানে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, একটি কথা বলতে চাই, আমার এই কথাটি সরকারি মহলে প্রিয় নয়, জানি। সেটা হলো, পঞ্চম শ্রেণীর অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা নিয়ে কিন্তু অভিযোগ আছে। আমার মনে হয় যারা দেশ চালাচ্ছেন, নীতিনির্ধারণ করছেন, তাদের সামনে গিয়ে যারা কথা বলেন, তারা সত্যি কথাটি হয়তোবা প্রকাশ করেন না। অভিভাবক ছাত্রছাত্রীরা এভাবে খুব অসহায় বোধ করেন। কিন্তু যারা প্রাইভেট পড়ায় নোট-গাইড প্রকাশের অভিপ্রায় আছে, তারা কিন্তু মহাখুশি।  তাই দৃঢ়ভাবে সুপারিশ হবে, কভিড-১৯-এর কারণে এবার এই দুই পরীক্ষা হয়নি। একে স্থায়ীভাবে বাদ দেয়া যায় কিনা সেই চিন্তা বোধ হয় করা দরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন