উয়েফা সুপার কাপও বায়ার্নের

ক্রীড়া ডেস্ক

গত মাসে পিএসজিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর এবার উয়েফা সুপার কাপও ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার রাতে হাঙ্গেরির বুদাপেস্টে ১৫ হাজার ১৮০ জন দর্শকের সামনে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউরোপা লিগজয়ী সেভিয়াকে ২-১ গোলে হারায় তারা। 

অবশ্য বায়ার্নকে সহজে জিততে দেয়নি সেভিয়া। অদম্য স্প্যানিশ দলটিকে অতিরিক্ত সময়ে খেলে তবেই হারাতে পেরেছে জার্মান জায়ান্টরা। লুকাস ওকাম্পোস ১৩ মিনিটে এগিয়ে দেন সেভিয়াকে। সদ্যই বার্সা ছেড়ে সেভিয়ায় যোগ দেয়া ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচকে বক্সের মধ্যে ডেভিড আলাবা ফেলে দিনে পেনাল্টি পায় স্প্যানিশ দলটি। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি ওকাম্পোস। রবার্ট লেভানডভস্কির সুপার টাচ থেকে বল পেয়ে ৩৪ মিনিটে গোল  করে সমতা আনেন লিওন গোরেত্জকা। বিরতির পর দুই দলই গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। লেভা আর লেরয় সানে দুজনই অপূর্ব সুযোগ হারান। যদিও জয়ের সবচেয়ে বড় সুযোগটি হারায় সেভিয়াই। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার অল্প ক্ষণ আগে বদলি খেলোয়াড় ইউসেফ এন-নেসিরির শট হাতের আলতো স্পর্শে শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়ে বায়ার্নকে রক্ষা করেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। 

এরপর নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১০৪ মিনিটের সময় জার্ভি মার্টিনেজ গোল করে বায়ার্নের জয় নিশ্চিত করেন। আলাবার শট সেভিয়া গোলকিপার ইয়াসিন বোউনু ফিরিয়ে দেয়ার পর ফিরতি শটে গোল করেন মার্টিনেজ। 

২০১৯ সালের ডিসেম্বরের পর আর কোনো ম্যাচে হারেনি বায়ার্ন। এ পথে বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা সুপার কাপ ঘরে তুলল বাভারিয়ানরা।  

করোনাভাইরাস মহামারী শুরুর পর এই প্রথম ইউরোপিয়ান পর্যায়ে কোনো ফুটবল ম্যাচে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পেরেছেন। ৬৭ হাজার দর্শক ধারণক্ষম পুসকাস অ্যারেনায় খেলা দেখেছেন ১৫ হাজারের কিছু বেশি মানুষ। দর্শক ফেরার ম্যাচেই জমজমাট এক ম্যাচ উপহার দিল বায়ার্ন ও সেভিয়া।  

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন