গোলাপিতে বিবর্ণ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

 টেস্ট অভিষেকের ১৯ বছর পর গোলাপি বলে অভিষিক্ত হলো বাংলাদেশ প্রতিপক্ষ যথারীতি ভারত ২০০০ সালের সেই টেস্টের মতোই গোলাপি অভিষেকেও টস জিতে আগে ব্যাট করেছে বাংলাদেশ ওই সময় ভারত দলের নেতৃত্বে ছিলেন সৌরভ গাঙ্গুলী এবার বাঙালি বাবু ভারতীয় বোর্ডপ্রধানের দায়িত্বে সেবার বাংলাদেশের অভিষেকে উৎসবে মেতেছিল ঢাকা এবার গোলাপি উৎসবে মাতোয়ারা কলকাতা মাঠের লড়াই শুরুর আগে ইতিহাসের অনেক পুনরাবৃত্তি দেখেছেন ক্রিকেটপ্রেমীরা কিন্তু আসল জায়গাটিতেই ঘটে গেছে বড় ধরনের বিপত্তি স্বপ্নিল সম্ভাবনা নিয়ে টেস্ট যাত্রা শুরু করা বাংলাদেশ ভীষণ বিবর্ণ গোলাপি উৎসবের শুরুতেই

২০০০ সালে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানের সৌধ গড়েছিল বাংলাদেশ অভিষেকেই ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল ১৯ বছর পর গোলাপি অভিষেকে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই শেষ বাংলাদেশ প্রথম ঘণ্টাতেই অনিবার্য হয়ে গেল ইনিংস হার অথচ অভিষেক টেস্টে প্রথম তিনদিন ভারতের সঙ্গে সমান পাল্লা দিয়ে লড়াই করেছিল টাইগাররা

গতকাল দিবারাত্রির এই টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ব্যাখ্যায় বললেন, উইকেট দেখে মনে হচ্ছে বল খুব ভালোভাবে ব্যাটে আসবে টস জিতলে ব্যাট করতেন, জানালেন স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলিও ব্যাট করার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা সেটা অন্য প্রসঙ্গ, তবে ভারতীয় পেস সামলে ওঠার সামর্থ্য যে মুমিনুলদের নেই, সেটা সুস্পষ্ট হয়ে গেল খেলা শুরুর পর পরই বাংলাদেশ উইকেট হারাল মোটে ২৬ রানে শূন্য হাতে ফিরলেন বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন মুশফিকুর রহিম এরপর ম্যাচটা পরিণত হলো নিছকই আনুষ্ঠানিকতায়

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন