ফোর্বসের তালিকা

শীর্ষ লাভজনক রুশ প্রতিষ্ঠান থেকে বাদ গ্যাজপ্রম

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে বড় নিট লোকসানের রেকর্ড করেছে। ফলাফলে সম্প্রতি রাশিয়ায় ফোর্বস সাময়িকীর তালিকায় থাকা শীর্ষ ১০০ লাভজনক প্রতিষ্ঠান থেকে বাদ পড়েছে। ২০২৩ সালে ফোর্বসের তালিকার শীর্ষে ছিল গ্যাজপ্রম। খবর আরটি।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে জ্বালানি তেল খাতে রাশিয়ার বৃহৎ প্রতিষ্ঠান রসনেফট। ২০২৩ সালে কোম্পানিটির নিট মুনাফা ছিল হাজার ৬৫০ কোটি ডলারের বেশি। দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংকিং জায়ান্ট এসবিআ জ্বালানি কোম্পানি সুরগুটনেফতেগাজ। কোম্পানি দুটির নিট মুনাফা যথাক্রমে হাজার ৬২০ কোটি হাজার ৪০০ কোটি ডলার।

ফোর্বসের মতে, ২০২২ সালে ইউরোপে গ্যাসের উচ্চ মূল্যের সুবিধা পেয়েছিল গ্যাজপ্রম। তবে গত বছর বাজার হারানোর কারণে আর্থিকভাবে উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় কোম্পানিটি।

২০২৩ সালে গ্যাজপ্রমের ৬৮০ কোটি ডলার নিট ক্ষতির শিকার হয়েছিল বলে মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যা ছিল বার্ষিক হিসাবে ১৯৯৯ সালের পর কোম্পানিটির প্রথম ক্ষতি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস রফতানি কমে যাওয়ায় ২০২৩ সালে রেকর্ড ক্ষতির সম্মুখীন হয়েছে গ্যাজপ্রম। এতে আগের বছরের হাজার ৩২০ ডলারের নিট লাভের সঙ্গে বড় ধরনের বৈপরীত্য তৈরি হয়। কোম্পানিটির মোট আয় ২০২২ সালে ১২ হাজার ৬০০ কোটি ডলার থেকে কমে ২০২৩ সালে হাজার ২০০ ডলারে নেমে আসে।

ইউক্রেন সংঘাতের উত্তেজনা নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংসের কারণে নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার গ্যাস রফতানি ইউরোপীয় ইউনিয়নের পুরনো বাজারগুলোয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ইউরোপে গ্যাজপ্রমের প্রাকৃতিক গ্যাস সরবরাহ ৫৫ দশমিক শতাংশ কমে হাজার ৮৩০ কোটি ঘনমিটারে নেমে আসে।

পশ্চিমা বাজারে চাহিদার পতনের পর কোম্পানিটি এর জ্বালানি বাণিজ্য এশিয়ার দিকে ঘুরিয়ে নিয়েছে। বর্তমানে গ্যাজপ্রমের অন্যতম বৃহৎ ক্রেতার তালিকায় রয়েছে চীন। সাইবেরিয়ার পাওয়ার পাইপলাইন সম্পূর্ণরূপে চালু হলে রাশিয়া থেকে চীনে গ্যাস সরবরাহের পরিমাণ বছরে প্রায় ১০ হাজার কোটি ঘনমিটারে পৌঁছতে পারে। গ্যাজপ্রম বলছে, পাইপলাইন সম্পূর্ণরূপে চালু হলে রুশ গ্যাস কেনার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের স্থলাভিষিক্ত হবে চীন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন