তদন্তের নির্দেশের পর

অধিগ্রহণের তথ্য জানাল খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণ করবে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, রাজধানীর মালিবাগে ১৮ সেপ্টেম্বর খান ব্রাদার্স বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। সময় খান ব্রাদার্সের ব্যবস্থাপনা ব্যবসা অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে বিএসবি এডুকেশন গ্রুপ। খান ব্রাদার্সের বর্তমান পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোম্পানিটির শেয়ারদর চূড়ান্ত করে কোম্পানিটি অধিগ্রহণ করবে গ্রুপটি।

১৫ সেপ্টেম্বর ডিএসইকে খান ব্রাদার্সের শেয়ারদর লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছিল কমিশন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, খান ব্রাদার্সের শেয়ারদর গত ২৫ আগস্ট ছিল ৭৮ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল এটি বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬০ পয়সায়।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি পয়সা লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল পয়সা।

আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল পয়সা। বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১১ টাকা ৮৭ পয়সা।

২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের পর্ষদ।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ২৬ পয়সা।

লোকসানের কারণে ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। আগের হিসাব বছরে শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এছাড়া ২০১৮ হিসাব বছরে শতাংশ নগদ, ২০১৭ হিসাব বছরে ১০ শতাংশ বোনাস, ২০১৬ হিসাব বছরে ১১ শতাংশ বোনাস ২০১৫ হিসাব বছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন