গোল্ডম্যান স্যাকসের প্রতিবেদন

আরো কমতে পারে আকরিক লোহার দাম

বণিক বার্তা ডেস্ক

ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণগুলোর মধ্যে অন্যতম আকরিক লোহা ছবি: রয়টার্স

আকরিক লোহার শীর্ষ ব্যবহারকারী দেশ চীন। নিম্নমুখিতা কাটিয়ে দেশটিতে সম্প্রতি ধাতুটির চাহিদা স্থিতিশীল হচ্ছে। এর পরও বাজারে আকরিক লোহার সরবরাহের উদ্বৃত্ত দেখা দিয়েছে। কারণে চলতি বছরের চতুর্থ প্রান্তিকের জন্য বিশ্বব্যাপী ধাতুটির মূল্য পূর্বাভাস সংশোধন করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। পণ্যটির দাম আরো কমতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

গোল্ডম্যান স্যাকসের গত সোমবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে আকরিক লোহার দাম হতে পারে টনপ্রতি ৮৫ ডলার, যা আগের পূর্বাভাসের তুলনায় ১৫ ডলার কম। ব্যাংকটির বিশ্লেষকরা একটি নোটে বলেন, ‘আকরিক লোহার মজুদ বৃদ্ধির প্রবণতা সামনের দিনগুলোয় দরপতনের পরিস্থিতি তৈরি করছে।

ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণগুলোর মধ্যে অন্যতম আকরিক লোহা। গোল্ডম্যান স্যাকস জানায়, আগামী বছর চীনে ইস্পাত উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা আকরিক লোহার দরপতনের পেছনে একটি মূল ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী। দেশটি থেকে রফতানি কমলেও আকরিক লোহার মজুদ উদ্বৃত্ত অব্যাহত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন