অক্টোবরে জ্বালানি তেল রফতানি বাড়াতে পারে রাশিয়া

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

পশ্চিমাঞ্চলের বন্দরগুলো থেকে আগামী মাসে বিশ্বের বিভিন্ন দেশে অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি বাড়াতে পারে রাশিয়া। অভ্যন্তরীণ জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রগুলোর কার্যক্রম কমে যাওয়ার আশঙ্কায় দেশটি থেকে পণ্যটির রফতানি বাড়তে পারে। খবর রয়টার্স।

রাশিয়ার দুই শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকটি প্লান্টের রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী মাসে শেষ হওয়ার কথা। তবে কিছু প্লান্ট এ সময় জ্বালানি তেল পরিশোধন কমাতে পারে। এ হিসেবে আগামী মাসে রাশিয়ার জ্বালানি তেল পরিশোধন কার্যক্রম সেপ্টেম্বরের তুলনায় অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। সেপ্টেম্বরে রাশিয়া দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিশোধন করে।

অন্য এক সূত্র জানায়, আগামী মাসে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কিছুটা বাড়বে। কারণ প্লান্টগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সময়মতো শেষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এর আগে ব্যবসায়ীরা ধারণা করেছিলেন, অক্টোবরে রাশিয়ার প্রিমোরস্ক, উস্ট-লুগা ও নভোরোসিয়িস্কের বন্দর থেকে জ্বালানি তেলের রফতানি সেপ্টেম্বরের তুলনায় কমে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন