৪০ কোটি ডলারে রেস্টুরেন্ট অ্যাপ কিনল আমেরিকান এক্সপ্রেস

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক বা লস অ্যাঞ্জেলেসের মতো শহরে কাঙ্ক্ষিত রেস্তোরাঁয় টেবিল রিজার্ভেশনে সাহায্য করবে আর্থিক পরিষেবা দাতা আমেরিকান এক্সপ্রেসের নতুন উদ্যোগ। সম্প্রতি টক নামের একটি বুকিং অ্যাপ কেনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। খবর সিএনএন।

টকের আওতায় রয়েছে সাত হাজারের মতো খাদ্য ও পানীয় পরিষেবা দেয় এমন রেস্টুরেন্ট। এ অধিগ্রহণে আমেরিকান এক্সপ্রেস খরচ করেছে ৪০ কোটি ডলার।

অবশ্য এর আগে আরেক বুকিং অ্যাপ রেসির মালিকানা গ্রহণ করে আমেরিকান এক্সপ্রেস। যেখানে অ্যামেক্স গ্রাহকদের জন্য বিশেষ ধরনের বুকিং অফার চালু রয়েছে, যা অন্য গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। 

বার্ষিক ৬৯৫ ডলার ও ৬৫০ ডলার ফি দেন যথাক্রমে আমেরিকান এক্সপ্রেসের প্লাটিনাম ও ডেল্টা কার্ডহোল্ডাররা। বর্তমানে তারা রেসির মাধ্যমে উচ্চ চাহিদার কিছু রেস্তোরাঁয় একচেটিয়া রিজার্ভেশন সুবিধা পান। বুকিং বাতিলের ক্ষেত্রেও তাদের বিশেষ বিবেচনায় রাখা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন