দেড় লাখ ডলারে বিক্রি হলো এলভিস প্রিসলির বিখ্যাত জুতা জোড়া

ছবি : সিএনএন

১৯৫৬ সালে প্রকাশ হয় এলভিস প্রিসলির অভিষেক অ্যালবাম, যার প্রথম গানটি ছিলব্লু সুয়েড সুজ বাস্তবে রক এন রোল সম্রাটকে বিভিন্ন সময়ে ব্লু সুয়েড জুতোয় দেখা গেছে। সেই স্মরণীয় জুতো জোড়া সম্প্রতি নিলামে লাখ ২০ হাজার পাউন্ড বা লাখ ৫২ হাজার ডলার দর পেয়েছে। গত ২৮ জুন নিলামের আয়োজন করে ব্রিটিশ অকশন হাউজ হেনরি অল্ডরিজ অ্যান্ড সন। এলভিস প্রিসলির স্মারকের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছিল ৫৫ হাজার পাউন্ড বা ৬৯ হাজার ৬০০ ডলার। সাড়ে ১০ সাইজের ব্লু সুয়েড সুজে নান-বুশ ব্র্যান্ডের নিশানা রয়েছে। নিলামে জুতো জোড়াকে শোবিজনেসেরআইকনিক স্মারক হিসেবে উল্লেখ করা হয়, যা বিশ শতকের জনপ্রিয় ধারার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। নিলাম ঘরের পক্ষ থেকে জানানো হয়, ক্যালিফোর্নিয়ার একজন সংগ্রাহক জুতো জোড়া কিনে নিয়েছেন। জুতা পরে একাধিক ইভেন্টে অংশ নিয়েছেন এলভিস প্রিসলি। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৫৬ সালের জুলাইয়ে স্টিভ অ্যালেন শো, যেখানেআই ওয়ান্ট ইউ, আই নিড ইউ, আই লাভ ইউ গানটি পরিবেশন করেন তিনি। ১৯৫৮ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেয়ার আগের রাতে বন্ধু অ্যালান ফরটাসকে জুতো জোড়া উপহার দেন এলভিস। তথ্য নিশ্চিত করেছেন এলভিস প্রিসলি মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পপ আইকনের বন্ধু জিমি ভেলভেট। ভেলভেটের স্বাক্ষর করা নথি ছাড়াও নিলামে আরো ছিল এলভিসের বন্ধু ফরটাসের একটি চিঠি। যেখানে তিনি জানান, সেনাবাহিনীতে যোগ দেয়ার আগে সারা রাত গ্রেসল্যান্ডে পার্টি করেন এলভিস প্রিসলি। হেনরি অল্ডরিজ অ্যান্ড সনের দেয়া তথ্যানুযায়ী, একই দিন নিলাম ঘরটিতে বিক্রি হয়েছে আরেক মিউজিক আইকনের আউটফিট। রক লিজেন্ড ফ্রেডি মারকারির একটি পোশাক বিক্রি হয়েছে লাখ ৯৭ হাজার পাউন্ড বা আড়াই লাখ ডলারে। ওই পোশাক পরে কুইনের বিখ্যাত মিউজিক ভিডিওআই এম গোয়িং স্লাইটলি ম্যাড- অংশ নেন তিনি। খবর ছবি সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন