নতুন উসাইন বোল্টকে কি পেয়ে গেল জ্যামাইকা?

ছবি : বণিক বার্তা

যুগ্মভাবে ইতিহাসের নবম দ্রুততম ও জ্যামাইকার ইতিহাসে চতুর্থ দ্রুততম মানবের দেখা মিলল। শুক্রবার জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টে ৯.৭৭ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছেন কিশানে থম্পসন। দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকেই কিশানের মধ্যে নতুন উসাইন বোল্টের দেখা পাচ্ছেন। ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড টাইমিং করে ইতিহাস গড়েছিলেন বোল্ট। তখন বোল্টের বয়সও ছিল কিশানের মতোই ২২! বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন