২৮ অক্টোবরের পর নয়াপল্টনে আজ প্রথম বড় সমাবেশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ঢাকায় বিএনপির সমাবেশ। বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য রাখবেন। ২৮ অক্টোবরের পর এটাই বিএনপির বড় সমাবেশ। এছাড়া ১ জুলাই সোমবার সারা দেশের মহানগরগুলোয় এবং ৩ জুলাই জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি। এসব সমাবেশ কর্মসূচিতে ব্যানার-ফেস্টুনে ছবি ব্যবহার নিয়ে দলের পক্ষ থেকে রয়েছে কঠোর নির্দেশনা।

নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন পর নয়াপল্টনে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বড় জনসমাগমের প্রস্তুতি নিয়েছে। দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসবেন। এবার ব্যানার ও ফেস্টুনে শুধু বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সমাবেশে জনসমাগম ঘটাতে দলের ভেতরে নানামুখী তৎপরতা রয়েছে। এরই মধ্যে সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা এবং পদপ্রত্যাশী নেতারাও প্রস্তুতি নিয়েছেন। যুবদলের পদপ্রত্যাশী নেতারাও এদিন বড় শোডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনের ব্যানারেও সমানতালে চলছে প্রস্তুতি। ঢাকার দুই মহানগর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও মহানগর থেকে নেতাকর্মীদের এ সমাবেশে অংশ নিতে নির্দেশনা রয়েছে।

প্রায় আট মাস পর বড় পরিসরের এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। গত দুদিন ধরে কেন্দ্রীয় নেতারা দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা করেছেন। এ সমাবেশে তারা বড় শোডাউনের কথা জানিয়েছেন। সমাবেশ আয়োজনের সঙ্গে যুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘‌ঢাকার এ সমাবেশ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এ আন্দোলন ক্রমে আরো জোরালো হবে। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ অপেক্ষায় আছে।’

যুবদল নেতা মামুন বলেন, ‘‌২৮ অক্টোবরের পর এটিই ঢাকায় বিএনপির বড় সমাবেশ। দলীয় প্রধানের মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশে প্রচুর লোকসমাগম হবে।’

এদিকে এ সমাবেশের জন্য বৃহস্পতিবার বিকালে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আবেদন জমা দিয়ে আসেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তারের সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠক শেষে এ্যানি বলেন, ‘‌বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবারের সমাবেশের বিষয়টি ডিএমপিকে জানিয়েছি। তারা (পুলিশ) আমাদের সহযোগিতা করবেন, সেই আশ্বাস পেয়েছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন