ভারতের বাজারে লেনোভোর হ্যান্ডহেল্ড গেমিং কনসোল

ছবি: রক পেপার শর্টগান ডটকম

ভারতের বাজারে উইন্ডোজনির্ভর হ্যান্ডহেল্ড গেমিং কনসোল দ্য লিজিয়ন গো আনছে লেনোভো। পৃথক কন্ট্রোলারসহ হাই পাওয়ারের গেম কনসোলটি ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতাকে আরো উন্নত করবে বলে দাবি করেছে কোম্পানিটি। গেমিং কনসোলটিতে চিপ নির্মাতা কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের এএমডি রাইজেন জেডওয়ান এক্সট্রিম প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দশমিক গিগাহার্টজ ক্লক স্পিড প্রদানে সক্ষম। কনসোলটিতে ্যাম ১৬ গিগাবাইট ৫১২ গিগাবাইট স্টোরেজ স্পেস দেয়া হয়েছে। এরই সঙ্গে রয়েছে দশমিক ইঞ্চির কোয়াড হাই ডেফিনেশন প্লাস রেজল্যুশনের ডিসপ্লে, যা ৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। এছাড়া গেমিং কনসোলটি রয়েছে স্পেশাল জয়স্টিক যা সাধারণ পটেনশিওমিটার জয়স্টিকের মতো একটি অপরটির সঙ্গে ঘর্ষণ হয় না, ফলে এতে কোনো দাগ পড়বে না। লেনোভো বলছে, ‘স্টিক ফসকে যাওয়া বা ডেডজোন তৈরির মতো সমস্যা দ্য লিজিয়ন গো-তে হবে না। এর পাশাপাশি হ্যান্ডহেল্ড গেমিং কনসোলটির কন্ট্রোলার সহজে পৃথক করা যাবে। আবার কন্ট্রোলারের সঙ্গে যেকোনো ফার্স্টপারসন শ্যুটার (এফপিএস) মোডেও গেম খেলা যাবে। গেমিং কনসোলটির ব্যাটারির স্থায়িত্বের জন্য তিনটি আলাদা মোড দেয়া হয়েছে। এছাড়া ব্যবহারকারী চাইলে নিজের মতো করে ব্যাটারি সেটিংস করে নিতে পারবেন। কনসোলটিতে ফার্স্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে, যা চার্জ হতে মাত্র ৮০ মিনিট সময় নেবে। আগামী মাস থেকে ভারতের বাজারে ৮৯ হাজার ৯৯০ রুপিতে গেমিং কনসোলটি পাওয়া যাবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন