লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

ছবি— সিআইডি। বণিক বার্তা কোলাজ।

লিবিয়ামানব পাচারকারী চক্রের মূল হোতাসহ দুইজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইমের একটি টিম। শুক্রবার (২৮ জুন) সিআইডি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গ্রেফতারদের নাম, বাদশা মিয়া  ও আরজু বেগম। আরজু বেগম বাদশার সহযোগী। তাদের দুজনেরই বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানার পাহাড়িয়া খালীতে। মানব পাচারকারী চক্রটি বিদেশগামী অসহায় লোকদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে প্রথমে ভিজিট ভিসায় দুবাই নিয়ে যায়। পরে লিবিয়ায় অবস্থানরত আরজু বেগমের স্বামী রেজাউল করিমের তত্ত্বাবধানে আটক করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অন্য চক্রের কাছে হস্তান্তর করে।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আজাদ রহমান জানান, এ চক্রটি ভিকটিমদের পরিবারের কাছে ইমোতে কল দিয়ে নির্যাতনের ভিডিও দেখিয়ে মুক্তিপণ দাবি করত। মুক্তিপণ পাওয়ার পর ভিকটিমদের ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাঠানো হতো। এই প্রক্রিয়ায় অনেক ভিকটিম সাগরে মৃত্যুবরণ করেছে। কিছু লোক উদ্ধার হয়েছে, আর অল্পসংখ্যক ভিকটিম ইউরোপে পৌঁছাতে পেরেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন