হালদা নদীতে হঠাৎ মরছে মাছ তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক I চট্টগ্রাম ব্যুরো

ছবি : বণিক বার্তা

দেশে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল দুপুরে হাটহাজারীর আজিমের ঘাট থেকে প্রায় ১৯ কেজি ৩০০ গ্রাম ওজনের মৃত এ মাছ উদ্ধার করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে হালদা নদীতে পাঁচটি ব্রুড মাছ (একটি রুই ও চারটি কাতলা) ও একটি ডলফিনের মৃত্যু হয়েছে। এ মৃত্যুকে হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়া জানান, এক সপ্তাহ ধরে হালদায় একটি রুই ও চারটি কাতলা মাছসহ একটি ডলফিনের মৃত্যু হয়েছে। এ মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। চলতি মৌসুমে এখনো মা মাছ ডিম ছাড়েনি। নমুনা ডিম ছেড়েছে কেবল। প্রজনন মৌসুমের ছয়টি জো শেষ হওয়ার পরও মা মাছ ডিম ছাড়েনি। মাছের মৃত্যুর জন্য শাখা খালগুলোর দূষণ এবং বিষ প্রয়োগে মাছ মারার প্রবণতা বেড়ে যাওয়াকে অন্যতম কারণ বলে মনে হচ্ছে। সেজন্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কারণ উদ্ঘাটনের জোর দাবি জানাচ্ছি।’

হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘সম্প্রতি হালদা নদীসংলগ্ন এলাকায় মানুষ্যসৃষ্ট দূষণ ও ট্যানারির বর্জ্যে হালদা নদীতে গিয়ে মিলছে। এ কারণে হালদা নদীতে দূষণ বেড়েছে। তবে আদৌ কী কারণে মাছ মারা যাচ্ছে তার জন্য প্রশাসনিক তদন্তের দাবি জানাচ্ছি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন