চলতি বছর ১১% প্রবৃদ্ধিতে থাকবে ভারতের কম্পিউটার ও ট্যাবলেট বাজার

বণিক বার্তা ডেস্ক

ভারতে অ্যাপলের একটি শোরুমে ক্রেতাদের ভিড় ছবি: সিএনএন

ভারতের বাজারে ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি কম্পিউটারের চাহিদাও বাড়ছে, যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে এ খাতে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং ৪৩ লাখ ইউনিট ডিভাইস বিক্রি হয়েছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিসের মতে, চলতি বছর এ খাতে ভারত ১১ শতাংশ প্রবৃদ্ধিতে থাকবে এবং আগামী বছর তা ১৫ শতাংশ বাড়বে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে ট্যাবলেট ডিভাইস বিক্রি ৩৭ শতাংশ বেড়ে ১৩ লাখ ইউনিট ছাড়িয়েছে। অন্যদিকে ডেস্কটপ বিক্রি ৯ শতাংশ বেড়ে ৯ লাখ ৩৮ হাজার ইউনিট অতিক্রম করেছে। তবে নোটবুক বিক্রি ৪ শতাংশ কমে ২০ লাখ ইউনিটে নেমে এসেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ট্যাবলেট ডিভাইস ছাড়া ভারতের কম্পিউটার বাজার প্রথম প্রান্তিকে সমান্তরালভাবে এগিয়েছে। এ সময় ভেন্ডর বা বাজারজাতকারীরা অতিরিক্ত মজুদ থাকা পণ্য বিক্রিতেই বেশি কাজ করেছে। 

ভোক্তা পর্যায়ে পণ্য সরবরাহে দেরি হওয়াসহ বিভিন্ন কারণে কম্পিউটার ও ট্যাবলেট বিক্রি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এর বিপরীতে ট্যাবলেট বাজার ভালো প্রবৃদ্ধিতে ছিল। শিক্ষা খাতে চাহিদা বৃদ্ধি বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলতি ও আগামী বছর বিক্রিতে প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি দেশটির সব পর্যায়ের ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে সম্পৃক্ত বলে মনে করছেন প্রযুক্তি বিশারদরা। 

ক্যানালিসের বিশ্লেষক অশ্বেজ আইথাল বলেন, ‘‌কম্পিউটার ও ট্যাবলেটের বিক্রি বাড়াতে ভারতে বাণিজ্যিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এআই সক্ষমতার কম্পিউটারের চাহিদা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিবর্তনসহ বেশকিছু কারণে গ্রাহক পর্যায়ে ডিভাইস পরিবর্তনের হারও বাড়বে।’

আইথাল আরো বলেন, ‘‌কভিড-১৯ মহামারীতে যারা কম্পিউটার কিনেছেন তাদের ডিভাইস পরিবর্তনের সময় হয়েছে। এছাড়া চলতি বছর দেশটিতে হাই-এন্ড পিসির চাহিদা বাড়বে। এর পেছনে এআই সক্ষমতা, গেমিং, কনটেন্ট তৈরির মতো বিষয় জড়িত।’

ক্যানালিসের তথ্যানুযায়ী, বর্তমানে ফাইভজি নেটওয়ার্কের তেমন ব্যবহারের ক্ষেত্র না থাকলেও ডিভাইসের বিক্রি বৃদ্ধিতে এর অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা এআইয়ের পাশাপাশি নেটওয়ার্ক অবকাঠামো নতুন ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়ে উঠবে।

ভারতের বাজারে বিক্রি বৃদ্ধির পূর্বাভাস দিলেও বিপরীত অবস্থানে রয়েছে চীন। চলতি বছরের বাকি সময় দেশটিতে নোটবুক, ওয়ার্কস্টেশন থেকে শুরু করে বেশির ভাগ কম্পিউটার পণ্য বিক্রি আরো কমবে বলে ক্যানালিসের অন্য এক প্রতিবেদনে উঠে এসেছে। বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে কম্পিউটার পণ্য বিক্রি ১২ শতাংশ কমেছে, যেখানে বৈশ্বিক পর্যায়ে বিক্রি বেড়েছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের বাকি সময়ে চীনে ডেস্কটপ কম্পিউটার বিক্রি বার্ষিক হিসেবে ১০ শতাংশ বাড়তে পারে। মূলত কমার্শিয়াল খাতের চাহিদার কারণে বিক্রি বাড়তে পারে। তবে নোটবুক বিক্রি ৫ শতাংশ কমবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন