টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে উইকেটের প্রথম ‘ফিফটি’ সাকিবের

ক্রীড়া ডেস্ক

ছবি: বিসিবি
Default Image

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায়ের প্রহর গুণছে ঠিকই, তবে ভারতের বিপক্ষে দারুণ এক ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট শিকারের গৌরব অর্জন করেছেন তিনি।

 

শনিবার সকালে অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ৩৭ রানে ১ উইকেট শিকারের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন সাকিব। ৩৯ উইকেট নিয়ে তার পরেই আছেন পাকিস্তান গ্রেট শহিদ আফ্রিদি। এরপর লংকান গ্রেট লাসিথ মালিঙ্গা (৩৮), ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা (৩৭), সাঈদ আজমল (৩৬) ও টিম সাউদি (৩৬)। এদের মধ্যে লংকান দলনায়ক হাসারাঙ্গা ছাড়া আর কেউই এখন আর খেলেন না। সাকিবের রেকর্ড ভাঙলেন কেবল হাসারাঙ্গাই পারবেন।

 

চলতি বিশ্বকাপে অনেকটা শীতনিদ্রায় আছেন সাকিব। পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন মাত্র তিন উইকেট। ব্যাট হাতেও ফিফটি করেছেন একটি। সব মিলে, নামের প্রতি সুবিচার করতে পারেননি মোটেও। তবু উইকেট  শিকারের মাইলফলকে পৌঁছে তিনি তৃপ্তি নিয়েই দেশে ফিরতে পারবেন।  

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন