শস্য আমদানি বাড়াতে পারে চীন

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

চীন চলতি বিপণন বর্ষে শস্য আমদানি বাড়াতে পারে। খরার কারণে অভ্যন্তরীণ গম ও ভুট্টা উৎপাদন কমে যাওয়ায় এ সময় শস্য আমদানি বাড়াবে দেশটি। চীনভিত্তিক কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান বিওএবিসি এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

চীনে চলতি বিপণন বর্ষ শেষ হবে আগামী বছরের জুনে। এ সময় গমের উৎপাদন গত বিপণন বর্ষের তুলনায় ১ দশমিক ২৪ শতাংশ কমে ১৩ কোটি ৪০ লাখ টন হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া আগামী বছরের অক্টোবর পর্যন্ত ভুট্টা উৎপাদন এর আগের বছরের তুলনায় ২ দশমিক ২৬ শতাংশ কমে ২৮ কোটি ২০ লাখ টনে নেমে যেতে পারে।

চীনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত তাপমাত্রা ও কম বৃষ্টিপাতের কারণে উত্তর চীনের একটি প্রধান শস্য উৎপাদন এলাকায় খরা দেখা দিয়েছে, যা গ্রীষ্মকালীন শস্য উৎপাদনে প্রভাব ফেলেছে। প্রধান গম ও ভুট্টা উৎপাদনকারী এলাকায় আগামী দিনগুলোয় অতিরিক্ত তাপমাত্রা অব্যাহত থাকলে খরা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন