আগামীকাল ঢাকা পদাতিকের পাইচো চোরের কিচ্ছা

ফিচার প্রতিবেদক

ছবি: ঢাকা পদাতিক

প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’ আবহমান বাংলার আটপৌরে প্রযোজনা। ঢাকা পদাতিকের বিখ্যাত লোকনাটক পাইচো চোরের কিচ্ছা মঞ্চস্থ হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে এ নাটকের।

খুলনার আঞ্চলিক ভাষার নাটকটিতে উঠে এসেছে অসংখ্য লোকজ উপাদান। বিজয় সরকার, আলেক মাতুব্বর, মোসলেম বয়াতিসহ এ এলাকার অসংখ্য লোককবি ভাটিয়ালি সুরে যে ভাব, রস আমাদের মনে গ্রথিত করেছে তা এ নাটকের মূল উপাদান হিসেবে কাজ করেছে। খুলনা জেলার আঞ্চলিক ভাষার হাস্যরসাত্মক নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় আছেন কাজী চপল।

লোকজ এ নাটক দেশী ঢঙে গল্পের ভঙ্গিতে মঞ্চে উপস্থাপন করছেন কুশীলবরা, যার মাধ্যমে উঠে এসেছে রূপকথার গল্পের মতো পাইচো চোরের নানা কর্মকাণ্ড। নাটকটির মূল কাহিনী হলো গরিব প্রজা কোটে একসময় রাজকুমারী মহেশ্বরীর দেহরক্ষী থাকে, পরে অন্য এক রাজ্যের রাজা বনে যায়। সন্ন্যাসীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী পাইচো চোরকে দায়িত্ব দেয় রাজকুমারীকে চুরি করতে। একসময় পাইচো চোর মহেশ্বরী কন্যাকে চুরি করতে সমর্থ হয় এবং কোটের সঙ্গে রাজকুমারী মহেশ্বরীর বিয়ে হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন