ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার : বিবিসি

বণিক বার্তা অনলাইন

ছবি : বণিক বার্তা

ইউক্রেনে রাশিয়ার সামরিক সদস্য নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে দেশটিতে ২৫ শতাংশ বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা গণনা করছে। এছাড়া কবরস্থানে নতুন কবর অনেক সৈন্যের নাম দিতে সাহায্য করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। এছাড়া বিবিসি দলগুলো সেনা হতাহতের অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মতো ওপেন সোর্স তথ্যের মাধ্যমেও অনুসন্ধান চালিয়েছে।

বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখন ৫০ হাজারেরও বেশি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেনা মৃত্যুর বিষয়ে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল মস্কো। আর তাদের সেই প্রকাশ্য স্বীকৃতির পরিসংখ্যানের চেয়ে সেনা নিহতের বর্তমান সংখ্যা আট গুণেরও বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন