এক ইউরোয় বাড়ি বিক্রিতে হিমশিম খাচ্ছে ইতালির প্যাট্রিকা

ছবি সিএনএন

এক ইউরোয় ইতালিতে বাড়ি বিক্রি হচ্ছে, এমন খবর গত কয়েক বছরে বিভিন্ন সময়ে শিরোনাম হয়েছে। এ প্রকল্পের আওতায় ইউরোপের দেশটির অনেক অঞ্চলে বাসিন্দা বেড়েছে। কিন্তু রোমের দক্ষিণের প্যাট্রিকার মতো কিছু গ্রাম ব্যতিক্রম। গত শতকের গোড়ার দিকে ভাগ্য ফেরাতে এখানকার মানুষ পুরনো বসতভিটা ছাড়তে শুরু করে। অনেকেই থিতু হয়েছেন ভিন্ন শহরে থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অন্য দেশে। বর্তমানে প্যাট্রিকার জনসংখ্যা তিন হাজার। কিন্তু এক ইউরোয় বাড়ি দেয়ার ঘোষণার পরও তেমন সাফল্য পাননি মেয়র লুসিও ফিওর্দালিসো। তিনি বলেন, ‘আমরা সব পরিত্যক্ত বাড়ির মূল মালিকদের ফোন করি, তারা যেন জরাজীর্ণ পারিবারিক সম্পত্তি হস্তান্তর করেন। এরপর আমরা এক ইউরোয় মাত্র দুটি বাড়ি বিক্রি করতে পেরেছি।’ ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে জনবসতিহীন শহরে মালিকদের অনুমতি ছাড়াই পরিত্যক্ত বাড়ি বিক্রির এখতিয়ার রাখে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু প্যাট্রিকার মতো শহরে তা সম্ভব নয়। এ কারণে কিছু সমস্যাও দেখা দিয়েছে। ফিওর্দালিসো জানান, কয়েকজন বাড়ির মালিক শুরুতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও শেষ মুহূর্তে এক ইউরো প্রকল্প থেকে সরে যান। ফিওর্দালিসো মনে করেন, একই সম্পত্তির মালিক কয়েকজন হওয়ায় এ সমস্যা হতে পারে। তবে উল্লেখযোগ্য একটি সমস্যা পুরনো বাড়ির সংস্কার খরচ। স্থানীয় রিয়েলটর ইলারিও গ্রসি জানান, অনেক সময় পুরনো বাড়ি সংস্কারের চেয়ে নতুন বাড়ি বা ফ্লাটের ক্ষেত্রে খরচ কম পড়ে। তাই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এক ইউরোর বাড়ির জন্য অনেকে আগ্রহী হন না। তবে নৈসর্গিক পরিবেশের কারণে মোটামুটি বাসযোগ্য বাড়িগুলোয় অনেক বিদেশী আগ্রহ দেখান। সম্প্রতি স্থানীয় সরকারের উদ্যোগে প্যাট্রিকার কিছু পাবলিক প্লেস সংস্কার হয়েছে। বিষয়টি অনেক পুরনো বাড়ির মালিককে সংস্কার কার্যক্রমে আগ্রহী করে তুলেছে। খবর সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন