ঝড়ে ফরিদপুরের ২২ গ্রামে ক্ষয়ক্ষতি

বণিক বার্তা প্রতিনিধি I ফরিদপুর

ছবি : বণিক বার্তা

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গায় ঝড়ে তিনটি ইউনিয়নের অন্তত ২২টি গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। এসব গ্রামের শতাধিক ঘরবাড়ি ও বাজারের দোকানপাট বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে সঞ্চালন বন্ধ রয়েছে বিভিন্ন এলাকায়। গত বুধবার রাত ১টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন এবং আলফাডাঙ্গার পাচুড়িয়া ও বানা ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম ফাহিম হাসান জানান, ঝড়ের কারণে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, কয়েকটি খুঁটি ভেঙে গেছে। কিছু আঁকাবাঁকা হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ করছেন তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন