সহশিল্পীদের সঙ্গে নিজেকে তুলনা করতে চান না শ্রুতি হাসান। তুলনার বিষয়টি অপ্রয়োজনীয় মনে করেন। কিন্তু পাশাপাশি তিনি নিজেকে অন্যতম প্রথম প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী মনে করেন। শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে বহু সিনেমায় অভিনয় করেছেন, যার অনেকগুলোকেই আজকের হিসেবে প্যান-ইন্ডিয়ান বলা যায়। শ্রুতির মতে এসব সিনেমা তিনি নিজের পছন্দ অনুসারে বাছাই করেছেন। গত কয়েক বছরে প্রভাস, রাম চরণ, আল্লু অর্জুনরা কিছু সিনেমার কারণে প্যান-ইন্ডিয়ান স্টার হিসেবে পরিচিত হচ্ছেন। ৩৬ বছর বয়সী শ্রুতি বলেন, তিনি এসব নিয়ে তেমন মাথা ঘামান না। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে চান না।
শ্রুতি বলেন, ‘আমি নিজেকে সমসাময়িক কোনো অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে তুলনা করতে পছন্দ করি না। আমি ক্যারিয়ারে এমন একটা পথে হেঁটেছি, যা নিজের পছন্দে নিজে বাছাই করেছি।’ এর সঙ্গেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও ওটিটির প্রসঙ্গে কথা বলেন।
শ্রুতি হাসান ওটিটি নিয়ে বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন কোনো ওটিটি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। আমার মনে হয়, সেসব থাকলে আরো অনেক মানুষ সে সময় আমার অভিনয় দেখতে পারত। তবে আমি জীবন ও ক্যারিয়ারের পরিস্থিতি নিয়ে সবসময় খুশি।’
বাহুবলীর পর ভারতে প্যান-ইন্ডিয়া কথাটি জোর প্রচার হচ্ছে। সবাই যেন প্যান ইন্ডিয়ান তারকা হতে চান। এ নিয়ে শ্রুতি বলেন, ‘আমার কাছে প্যান-ইন্ডিয়ার বিষয়টা হুজুগ নয়। ব্যাপারটা নতুনও নয়। আপনারা যদি আমার ১০-১১ বছর আগের সাক্ষাৎকার দেখেন, দেখবেন সেখানেও প্যান-ইন্ডিয়ার কথা বলছি। আমি সে সময় থেকেই প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস