২০২৪ সাল

প্রযুক্তির বাইরেও চাকরি কমছে যেসব খাতে

বণিক বার্তা ডেস্ক

কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছে সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের নাম ছবি: রয়টার্স

সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন ধরনের বাধায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতি। বিশেষ করে চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, মূল্যস্ফীতি বিনিয়োগের গতি পরিবর্তন সংকটকে আরো ঘনীভূত করছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে ব্যবসা চাকরির বাজারে। ফলে আগের দুই বছরের মতো ২০২৪ সালও শুরুতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বৈশ্বিক জায়ান্টগুলো।

জানুয়ারি থেকে বেশকিছু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এর সম্মুখসারিতে রয়েছে প্রযুক্তি জায়ান্টগুলো। সঙ্গে রয়েছে গণমাধ্যম, স্বাস্থ্য সেবা, আর্থিক, প্রাকৃতিক সম্পদ এবং ভোক্তা খুচরা খাত। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র কানাডাভিত্তিক জায়ান্টগুলোর তালিকা উঠে এসেছে। সেখান থেকে  প্রযুক্তি-বহির্ভূত খাতের চিত্র তুলে ধরা হলো।

আগের দুই বছরের ধারাবাহিকতায় চলতি বছরও কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে গণমাধ্যমগুলো। পিক্সার অ্যানিমেশন স্টুডিও থেকে বাদ পড়বেন কিছু কর্মী। কমকাস্টের মালিকানাধীন ব্রিটিশ মিডিয়া গ্রুপ স্কাই চলতি বছর তাদের ব্যবসাজুড়ে প্রায় এক হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। ৯৪ সাংবাদিককে ছাঁটাই করবে লস অ্যাঞ্জেলেস টাইমস। অনির্দিষ্টসংখ্যক কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে প্যারামাউন্ট গ্লোবাল। মোট কর্মশক্তির শতাংশ কমাবে বিজনেস ইনসাইডার। এছাড়া হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে বেল কানাডার।

বেশকিছু আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান বছরের শুরুতেই কাটছাঁটের খবর জানিয়েছে। প্রায় আড়াই হাজার কর্মী কমাবে পেপ্যাল হোল্ডিংস, যা বৈশ্বিক কর্মশক্তির প্রায় শতাংশ। এছাড়া আগের ঘোষণা অনুসারে, কর্মী ছাঁটাই শুরু করছে পেমেন্ট পরিষেবা প্রতিষ্ঠান ব্লক ইনকরপোরেশন। তবে ছাঁটাইয়ের পরিকল্পিত সংখ্যা নিয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

আগামী দুই বছরে ২০ হাজার চাকরি কমানো পরিকল্পনা করছে সিটিগ্রুপ। ফিনটেক ফার্ম অ্যাডেনজার সঙ্গে একীভূত হওয়ার পর কয়েকশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এক্সচেঞ্জ অপারেটর নাসডাক। বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাকরক মোট কর্মশক্তির প্রায় শতাংশ কমানোর প্রস্তুতি নিচ্ছে।

ভোক্তা খুচরা খাতেও ছাঁটাইয়ের হাওয়া লেগেছে। বিশ্বব্যাপী থেকে শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে প্রসাধনী জায়ান্ট এস্টি লডারের। হাজার ৬৫০ কর্মী কমানোর কথা ভাবছে ওয়েফেয়ার, যা তাদের মোট কর্মীর ১৩ শতাংশ। হাজার ৩৫০ কর্মীকে বাদ দিতে চায় মার্কিন ডিপার্টমেন্ট স্টোর চেইন ম্যাসিস। পাশাপাশি পাঁচটি স্টোর বন্ধ করারও ঘোষণা দিয়েছে কোম্পানিটি। বিশ্বব্যাপী ১০-১৫ শতাংশ কর্মী কমানোর পরিকল্পনা করছে লিভাইস। এছাড়া ব্যবসা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে চকোলেট কোম্পানি হার্শে। এতে কোম্পানির শতাংশের মতো চাকরি প্রভাবিত হতে পারে।

এদিকে স্বাস্থ্যসেবা খাতের জায়ান্ট নোভাভ্যাক্স কর্মশক্তির প্রায় ১২ শতাংশ কমিয়ে ফেলবে। প্রতিরক্ষা খাতের লকহিড মার্টিন শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ১০০ কোটি ডলার খরচ কমাতে প্রায় ১২ হাজার চাকরি কমানোর পরিকল্পনা করছে ইউনাইটেড পার্সেল সার্ভিস।

মার্কিন খনি কোম্পানি পাইডমন্ট লিথিয়াম কর্মশক্তির প্রায় ২৭ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে অতিরিক্ত ব্যয়কে সামনে এনেছে প্রতিষ্ঠানটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন