নতুন গান ও কনসার্ট নিয়ে সোলসের ভাবনা

ফিচার প্রতিবেদক

ছবি: সোলস

দেশের অন্যতম ব্যান্ড সোলস। ১৯৭৩ সালে পথচলা শুরু করা ব্যান্ডটি এ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে বেশকিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ব্যান্ডটি। এর মধ্যে রয়েছে নিজেদের নতুন লগো উন্মোচন, নতুন গান প্রকাশ, দেশ-বিদেশে সিরিজ কনসার্ট ও একটি গ্র্যান্ড কনসার্টের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপন। মঙ্গলবার দুপুরে ঢাকার অভিজাত একটি ক্লাবে তিনটি লোগো উন্মোচনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। লোগোগুলো ডিজাইন করেছেন সোলসের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ নেওয়াজ। সবার সামনে এটি উন্মোচন করেন সোলসের প্রাক্তন তিন সদস্য।

সুবর্ণজয়ন্তী নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে পার্থ বলেন, ‘৫০ বছর পূর্তির বিষয়টি সোলসের কাছে একটি ড্রিম প্রজেক্ট। এটা আমরা অনেকদিন ধরেই পরিকল্পনা করছিলাম। এ নিয়ে আমাদের অনেক রকম চিন্তাভাবনা আছে। আমরা জানি না কতটুকু করতে পারব। কী প্ল্যান আছে, পুরোপুরি ডিসক্লোজ করতে পারছি না। বিভিন্ন স্পন্সর কোম্পানির সঙ্গে কথা বলছি। যখন এগুলো ফিক্সড হবে, তখন সবাইকে জানাতে পারব।’

পার্থ বড়ুয়া নতুন গান প্রসঙ্গে বলেন, ‘‌সোলস এরই মধ্যে বেশকিছু গান বানিয়েছে। যেগুলো হয়তো সেপ্টেম্বর থেকে ভিডিও আকারে প্রকাশ হবে। আরেক জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর সঙ্গে মিলেও বেশকিছু গান করছে সোলস, যার রেকর্ডিং শুরু হয়েছে। দুটি গানের কাজ প্রায় শেষ। এছাড়া দেশ-বিদেশে কনসার্টের পরিকল্পনা আছে। যেগুলোর জন্য সর্বপ্রথম প্রয়োজন স্পন্সর। বেশকিছু কোম্পানির সঙ্গে কথা হচ্ছে, চূড়ান্ত হলেই বিস্তারিত জানাতে পারবেন।’ 

তবে পার্থ বড়ুয়া আরো জানালেন, দেশে-বিদেশে কনসার্টের জন্য বৃহৎ পরিকল্পনাই রয়েছে তাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌ সোলসের বয়সও কম হয়নি। আমরা চাই এবার জিনিসটি প্রপারলি করার জন্য। আমাদের ৫০ বছরের পূর্তির আয়োজন চলবে, শেষ করার চেষ্টা করব ২০২৪ সালের সেপ্টেম্বরের দিকে। কারণ সিরিজ শো, কিছু গান রিলিজ করতে হলে লম্বা সময়ের প্রয়োজন।’

১৯৭২ সালে সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘‌সুরেলা’ নামের একটি ব্যান্ড শুরু করেন। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় সোলস। এ লম্বা সময়ে সোলসে অনেকে যুক্ত হয়েছেন, অনেকে বেরিয়ে গেছেন। তবে থেমে থাকেনি সোলস। চট্টগ্রামে গড়ে ওঠা এ ব্যান্ড প্রজন্মের পর প্রজন্মের মাঝে ধরে রেখেছে জনপ্রিয়তা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন