মানি লন্ডারিং নিয়ে ডিএসইর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী (৪-৫ জুন) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যান্টিমানি লন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. রুমানা ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এজিএম সাত্বিক আহমেদ শাহ, উপমহাব্যবস্থাপক ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান ও রিসোর্স পারসন মো. আনোয়ারুল হক এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইনান্সিয়্যাল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক গাজী মনির উদ্দিন। এ সময় রিসোর্স পারসনরা অ্যান্টিমানি লন্ডারিং অ্যান্ড কমবেটিং ফাইন্যান্সিং অব টেরোরিজমের প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেন। পরে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন