রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি/বণিক বার্তা

আসন্ন রমজান মাসে দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে রমজানে পুঁজিবাজারে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে। রমজান শেষে আগের মতোই সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। পুঁজিবাজারে লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে বেলা ১ টা ২০ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটি শেষে এক্সচেঞ্জটির অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং পুঁজিবাজারের লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২ টা ২০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন)।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন