অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

অপরিকল্পিত বিদ্যুৎকেন্দ্র দেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে খাবার পানি ও স্যালাইন বিতরণের সাত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা বন-জঙ্গল উজার করে, নদী-নালা ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশকে এখন গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। তীব্র তাপে কৃষকের ফসল পুড়ছে। কমে আসছে কর্মক্ষেত্র। এই সরকারের পতন ছাড়া দেশকে রক্ষা করা সম্ভব নয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, কেন্দ্রীয় সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন