দেশের ঐতিহ্য তুলে ধরতেই ভারতীয় পোশাকে সারা

ফিচার ডেস্ক

ছবি: সারা আলি খানের ইনস্টাগ্রাম

বলিউডে যাত্রার কয়েক বছর পার হয়ে গেলেও এ বছরই প্রথম কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান। কান চলচ্চিত্র উৎসবের আসরে ভারতীয় লুকের কারণে প্রশংসা পাচ্ছেন সারা। প্রথম দিনে সারা বেছে নিয়েছিলেন লেহেঙ্গা। এর পরের দিন ভিন্ন ধাঁচে শাড়ি পরে নজর কেড়েছিলেন তিনি। উৎসবে তার ছবিগুলো এরই মধ্যে নেটিজেনদের মাঝে প্রশংসিত। বর্তমানে ভারতে এসে আসন্ন সিনেমা ‘যারা হটকে যারা বাচকে’-এর প্রচারণায় ব্যস্ত এ অভিনেত্রী। সিনেমার সূত্র ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সারা। যেখানে ভারতীয় লুকের পেছনের রহস্য নিয়ে কথা বলেছেন তিনি।

‘‌আমি মনে করি জাতীয়তা প্রচার করা গুরুত্বপূর্ণ। আমরা একটি সংস্কৃতিসমৃদ্ধ দেশ। আমাদের অনেক ভাষা রয়েছে। আমাদের আবেগ, আমাদের ভাবনাগুলো গর্ব করার মতো। আমি আমাদের ঐতিহ্য কান উৎসবের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরতে পেরে গর্বিত।’

কান উৎসবে সারা বেইজ লেহেঙ্গায় হাজির হয়েছিলেন। লেহেঙ্গার সঙ্গে ভারি কাজের ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল লং ট্রেল ওড়না। ভারি গহনার বদলে ম্যাচিং কানের দুল ও ব্রেসলেট বেছে নিয়েছিলেন সারা আলি খান।

কান উৎসব নিয়ে সারা আরো বলেন, ‘‌আমাকে কানের ভারতীয় প্যাভিলিয়নে (কানে) আমন্ত্রণ জানানো হয়েছিল। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালেও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এটা আমার জন্য আনন্দের। সেখানে অনেক মানুষ ছিল, যারা সবাই ক্যামেরা নিয়ে আমার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত ছিল। আমার কাছে মনে হয় সেখানে তিনটি শব্দে আমাকে সংজ্ঞায়িত করে—নারী, ‌অভিনেতা ও ‌ভারতীয়। সত্যি কানে নিজ দেশের প্রতিনিধিত্ব গর্বের।’

কান অভিষেকের সময় পাপারাজ্জিদের সঙ্গে খোশমেজাজে গল্প করেন সারা। তাদের উদ্দেশ্য করে সারা বলেন, ‘‌পোশাকটা আবু ও সন্দীপ খোসলা নকশা করেছেন। এটি ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্পের একটি বড় উদাহরণ। এ পোশাকের সম্পূর্ণ নকশা হাতে করা। আমি সবসময় আমার জাতীয়তা নিয়ে গর্বিত। এটি সবসময় মনে করায় আমি কে। এ পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।’

কানের দ্বিতীয় দিনে সারার দেখা মেলে কালো-সাদা ইন্দো-ওয়েস্টার্ন স্কার্ট প্যাটার্নের শাড়িতে। সারা এ দিনও আবু আর সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক পরেছিলেন। সারাকে পোশাক পরানোর দায়িত্বে ছিলেন ডলি জৈন।

অন্যদিকে কান উৎসবের আগেই ‘যারা হটকে যারা বাচকে-র ট্রেলার প্রকাশ পায়। এতে জুটি বেঁধেছেন সারা আলি খান ও ভিকি কৌশল। লক্ষ্মণ উটেকর নির্মিত সিনেমাটি আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘এ ওয়াতান মেরে ওয়াতান’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন