১২ শতাংশ লভ্যাংশ দেবে দ্য সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য সিটি ব্যাংক লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১২ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ব্যাংকটির পর্ষদ একই সঙ্গে তাদের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের সর্বশেষ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। 

তথ্য অনুসারে, বর্তমানে দ্য সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। ব্যাংকটির পর্ষদ এ অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায়। এ-সংক্রান্ত সংঘবিধি ও সংঘস্মারকে বাংলাদেশ ব্যাংক ও শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে দ্য সিটি ব্যাংক। মূলত ব্যাংকটি তাদের পরিশোধিত মূলধন বাড়াতে চায়। এজন্য তার আগে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানো হতে পারে। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ জুলাই বেলা ২টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে ব্যাংকটি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন